প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৫৬:০৯ প্রিন্ট সংস্করণ
বিপুল ইসলাম আকাশ ,গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠন তারাপুর ইউনিয়ন ছাত্রদলের বর্ধিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ বর্ধিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রামানিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুন্দরবন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওয়ালিউজ্জামান মন্ডল রিয়াল।
তারাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আজিজুল বসুনিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য মোঃ শাহজাহান কিবরিয়া নয়ন, বিএনপি নেতা নাজমুল হুদা সহ বিএনপিও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বর্ধিত সভা ও কর্মী সমাবেশে বক্তারা- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার সুযোগ্য পুত্র তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।