• সারাদেশ

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বাৎসরিক সভা ২০২৪ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৪ , ২:১১:১১ প্রিন্ট সংস্করণ

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বাৎসরিক সভা ২০২৪ অনুষ্ঠিত

     

    রোটারি ইন্টারন্যাশনাল এর নিয়মানুযায়ী ২৮শে ডিসেম্বর ২০২৪ শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ধানমন্ডি ক্লাব লিমিটেড এর ভিআইপি রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের বাৎসরিক সভা (এনুয়্যাল মিটিং) অনুষ্ঠিত ।

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট আমিনুর রহমান চৌধুরী।

    রোটারি বর্ষ ২০২৪-২৫ এর বাৎসরিক সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

    সম্পাদিত বাৎসরিক কর্ম সম্পর্কে বর্ননা, রোটারি বর্ষ ২০২৩-২০২৪ অডিট রিপোর্ট, বিভিন্ন কমিটির কাজের অগ্রগতির বিবরণ, রোটারি বর্ষ ২০২৫-২৬ এর নির্বাচিত কমিটির নাম ঘোষণা, ক্লাব স্ট্রেটেজি গোল সম্পর্কে আলোচনা, ক্লাব সদস্যের

    রোটারি ও পেশাগত অর্জনে শুভেচ্ছা জানানো সহ ক্লাবের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

    বাৎসরিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

    ক্লাব চার্টার মেম্বার পিডিজি রোটারিয়ান এএফএম আলমগীর, পিএইচএফ বি এমডি। ক্লাব চার্টার মেম্বার রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট এস এম হোসেন শাহী সহ ক্লাবের পাস্ট প্রেসিডেন্টবৃন্দ।

     

    সভায় পিডিজি রোটারিয়ান এএফএম আলমগীর, পিএইচএফ বি এমডি

    বলেন রোটারির সাতটি ফোকাস এরিয়ায় কাজ করছে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট দীর্ঘ ৩৭ বছরে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রোটারি ইন্টারন্যাশনাল নির্দেশনা এবং ক্লাব বাই লজ ও ক্লাব কনস্ট্রিটিউশান এর নিয়মানুযায়ী রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট তাদের কার্যক্রম করছে।

    পরবর্তীতে রোটারি বর্ষ ২০২৫-২৬ বর্ষের জন্য নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

    নির্বাচন কমিশনার রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট এমএম জয়নুল আবেদীন এর অনুপস্থিতিতে ক্লাব চার্টার মেম্বার পিডিজি রোটারিয়ান এএফএম আলমগীর, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর রোটারি বর্ষ ২০২৫-২৬ সালের কমিটির

    সভাপতি হিসেবে রোটারিয়ান মোঃ তোফায়েল আহমেদ সিন্টু, সভাপতি ইলেক্ট রোটারিয়ান মিতা চৌধুরী, সেক্রেটারি রোটারিয়ান মোঃ ফারুক হোসাইন সহ পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

     

    ক্লাব সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম বলেন,

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট কয়েকটি স্থায়ী প্রজেক্টে কাজ করছে।

    ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল(বিএমআইএস),

    কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীর বৃত্তি প্রদান এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এ ডিপ্লোমা কোর্স অধ্যায়নরত শিক্ষার্থীর লেখাপড়ার আর্থিক সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে।

    এছাড়াও ক্লাব মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ড থেকে অসহায় দূস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করছে।পরবর্তীতে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ