প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৫ , ৩:১৭:৩০ প্রিন্ট সংস্করণ
সুজানগরে সিঙ্গাপুর প্রবাসীকে অপহরণ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি!
ফেরদৌস হাসান :
পাবনা সুজানগর উপজেলার হাটখালীতে সিঙ্গাপুর প্রবাসীকে অপহরণ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি অভিযোগ উঠেছে রাব্বানী নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে রাণিনগর ইউনিয়নের বেলতলা থেকে অপহরণ করে।
অপহৃত মো: নাঈম হোসেন হাটখালী ইউনিয়নের সাগতা গ্রামের আলহাজ্ব বয়েজ উদ্দিন মাষ্টারের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী।
অপহরণকারীরা হলেন- বিমালঞ্চি গ্রামের ইউসুফ সরদারের ছেলে গোলাম রাব্বানী, একই এলাকার আলতাব হোসেন, আলম হোসেন, রহমান সরদার।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে কাশিনাথপুর অগ্রণী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে বেলতলা থেকে রাব্বানী, আলতাব, আলম, রহমানসহ বেশ কয়েকজন তাকে অপহরণ করে। বাড়িতে নিয়ে তাকে শারিরীক নির্যাতনও করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এরপর আমিনপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অপহৃত নাঈম বলেন, আমি অগ্রণী ব্যাংক থেকে ৩ লাখের মত টাকা উত্তোলন করি। এছাড়াও আরেকজনের বিদেশ যাওয়ার প্রায় দুই লাখের বেশিসহ ৫ লক্ষাধিক টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে অপহরণ করা হয়। এসময় আমাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি।
অভিযুক্ত গোলাম রাব্বানী বলেন, আমি তার থেকে অনেকদিন আগের টাকা পাই। তার বড় ভাইয়ের থেকে ৪ লাখ ও তার থেকে ৩ লাখ টাকা মিলে মোট ৭ লাখ টাকা পাই। সে টাকা দিতে টালবাহানা করায় সেদিন এই রাস্তা দিয় যাচ্ছিল। তাকে ধরে ধারের টাকা চেয়েছি। অপহরণের কোন কিছু নেই। দ্রুত টাকা দিয়ে দিতে বলেন আপনারা।
বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, এখনো কারও থেকে লিখিত অভিযোগ পাইনি। তবে মৌখিক জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।