প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ১১:৩৫:১৫ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদকঃ
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর চন্দ্রবিন্দু সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এবং ক্রিসেন্ট হাসপাতালের সহযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হলো চন্দ্রবিন্দু-ক্রিসেন্ট হাসপাতাল উদ্দীপনা পুরস্কার প্রতিযোগিতা । আজ ৮ নভেম্বর মঙ্গলবার কাশীনাথপুর কলেজিয়েট স্কুলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এ কার্যক্রমের। কাশীনাথপুর কলেজিয়েট স্কুলে বেলা ১২ টায় এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আক্কাশ হোসেন।
এ আয়োজনে বৃহত্তর কাশীনাথপুরসহ অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো কাশীনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়, ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ, সৈয়দপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাইকরহাটি-শহীদনগর উচ্চ বিদ্যালয়, কাশীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কাশীনাথপুর কলেজিয়েট স্কুল, কাশীনাথপুর ডিজিটাল স্কুল এন্ড কলেজ এবং ফজলুল বারী একাডেমী।
চন্দ্রবিন্দু সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বেলা ১২ টায় প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যামে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন চন্দ্রবিন্দু সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আমাদের সমাচার নিউজ পোর্টাল এর সম্পাদক, কাশীনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব হোসেন।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি, বিষয়ভিত্তিক বক্তব্য ও বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সৈয়দপুর স্কুল এন্ড কলজ এবং পাইকার হাটি-শহীদনগর উচ্চ বিদ্যালয়। উভয় স্কুলের তিনজন করে শিক্ষার্থীর “প্রযুক্তি দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ” ট্রপিক নিয়ে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি যুক্তিতে অনুষ্ঠান অনন্য মাত্রা পায়। চন্দ্রবিন্দু সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি সৈয়দপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার শাহীনের সঞ্চালনায় কবিতা আবৃত্তি, বইপড়া ও বিষয়ভিত্তিক বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাশীনাথপুর ডিজিটাল কলেজের অধ্যক্ষ জনাব আক্কাশ হোসেন, শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মেকাইল হোসেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাকালিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মফিদুল হোসেন শাহীন, কাশীনাথপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর করিম খান রুবেল।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের শরীরচর্চার শিক্ষক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো.জানে আলম। চন্দ্রবিন্দু সাহিত্য -সাংস্কৃতিক পরিষদের সংগঠক তোফাজ্জল হোসেন তারা ও শেখ শাহীন প্রমুখ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে স্পন্সর হলো ক্রিসেন্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং কোস্পন্সর রয়েছে আরিফ কসমেটিক, মোল্লা মটরস, জামান হেলথ কেয়ার, আলরাজি হাসপাতাল, ফজলুল বারী একাডেমী।