• সারাদেশ

    নারায়ণগঞ্জ বন্দরে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৩ , ২:২১:৫২ প্রিন্ট সংস্করণ

     

    র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ এর বন্দর হতে ৪০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ। র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ সদর এবং সিপিসি-২, কুমিল্লার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮/০১/২০২২ ইং বিকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

     

    উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৪০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম (৪২), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- রামপুর, থানা- লালমাই, জেলা- কুমিল্লা’কে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-২১-১০৪১ প্রাইভেটকারসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

     

    গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

     

    প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ শাহ আলম (৪২) পেশাদার মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকারের চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

     

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ