• শিক্ষাঙ্গন

    পাবিপ্রবির “হেল্প” এর নেতৃত্বে জাহাঙ্গীর ও রওনক 

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৩ , ৭:০০:১১ প্রিন্ট সংস্করণ

     

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি:

    মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি ও রওনক জাহানকে সাধারণ সম্পাদক করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন Help-হেল্প এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি-২০২৩ প্রকাশিত হয়েছে।

     

    রোববার (৮ জানুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি মো. রায়হান উদ্দীন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াজুল ইসলাম সাক্ষরিত সংগঠনের নিজস্ব প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়।

     

    নতুন কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক রওনক জাহান বাংলা বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

     

    নতুন দায়িত্ব পেয়ে সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন “মানব সেবাই পরম ধর্ম” স্লোগান নিয়ে গঠিত Help-হেল্প সংগঠন । প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্ন মানবসেবামূলক কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।সবাইকে সাথে নিয়ে সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর জন্য সুদূরপ্রসারী লক্ষে কাজ করে যেতে চাই।

     

    সাধারণ সম্পাদক রওনক জাহান জানান , আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ করছি হেল্প এর মতো মানব সেবা মূলক সংগঠনে আমাকে দায়িত্ব প্রাপ্ত পদে মূল্যায়িত করার জন্য। ‘মানবসেবায় পরম ধর্ম’ এ উক্তি কে সামনে রেখে আমি আমার সবটুকু চেষ্টা দিয়ে প্রাণের সংগঠন হেল্প কে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

     

    প্রসঙ্গত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান স্বেচ্ছাসেবী সংগঠন Help-হেল্প। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সংগঠনটি। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সরবরাহ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,বন্যার্তদের মাঝে ত্রান-সাহায্য এবং বিভিন্ন সময়ে রক্ত সরবরাহের কাজের মাধ্যমে ইতোমধ্যেই সংগঠনটি প্রশংসা কুড়িয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ