• সারাদেশ

    ইন্সেপেক্টর পদে পদান্নতি পেলেন আবু সাইদ 

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ১২:৪৮:০১ প্রিন্ট সংস্করণ

     

    বিশেষ  প্রতিনিধিঃ

    ২০২৩ সালের পুলিশের ইন্সেপেক্টর পদে সারা বাংলাদেশে সর্বমোট ৫১জন সাব ইন্সেপেক্টর, ইন্সেপেক্টর পদে পদান্নতি পান । তার মধ্যে পাবনা জেলায় একমাত্র আবু সাইদ সাব ইন্সেপেক্টর থেকে সদ্য পুলিশ ইন্সেপেক্টর হিসেবে পদান্নতি পেয়ে এলাকার সকলের কাছে প্রশংসনী স্থান দখল করেছেন।

     

    এবছরের চলতি মাসের ১৯ তারিখ বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সাব ইন্সেপেক্টর থেকে ইন্সপেক্টর পদের প্রজ্ঞাপন জারি করেন। উক্ত প্রজ্ঞাপনে তিনি পাবনা জেলার একমাত্র সাব ইন্সেপেক্টর ৩২নম্বর সিরিয়ালে থেকে ইন্সেপেক্টর পদটি দখল করেন। পরে আজ ২৫শে জানুয়ারী পুলিশের উর্ধতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে নিজ হাতে তার কাধে কাঙ্খিত সেই ইন্সপেক্টর র‍্যাংক ব্যাচ পড়িয়ে দেন। খবরটি মূহুর্তের মধ্যেই তার নিজ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাকে মুঠোফোনে অভিনন্দন জানাতে থাকেন।

     

    এদিকে এলাকাবাসীর মতে, আবু সাইদ একজন পরোপকারী মানুষ। তিনি সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ান। এলাকার মসজিদ মাদরাসার উন্নয়ন কাজে রয়েছে তার বিশেষ অবদান। এলাকাবাসী আরও বলেন, বিপদে পড়ে কেউ তার কাছে গেলে সে তার সাধ্যমত চেষ্টা করেন উপকার করার। সে আমাদের এলাকার গর্ব। আমরা তার মতো একজন এমন পরোপকারী মানুষ পেয়ে খুবই সৌভাগ্যবান। তার পদোনতির খবর শুনে আমরা সত্যিই আনন্দিত এবং গর্বিত। মহান আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ