প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ৭:৫৩:১৬ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ রসায়ন সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত দ্বাদশ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে। এবারের অলিম্পিয়াডের আয়োজক ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।
আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন কলেজের ৭০ জন শিক্ষার্থী, এদের মধ্যে সেরা ১০ জনকে পরীক্ষার মাধ্যমে বাছাই করে পুরস্কার দেয়া হয়।
এবারের রসায়ন অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করে আর্য কর, সে নটর ডেম কলেজের শিক্ষার্থী। দ্বিতীয় স্থান অধিকার করে তামিম মোহাম্মদ রাঈদ, সে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থী। তৃতীয় স্থান অধিকার করে আহাদ ইসলাম, সরকারী তোলারাম কলেজের শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এই সেরা ১০ জনের মধ্যে বাচাইকৃত প্রথম ৪ জনকে প্রশিক্ষণ দিয়ে সুইজারল্যান্ড আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে প্রেরণ করা হবে। প্রতিযোগিতার অন্যান্য বিজয়ীরা হলো ইরফান আহমেদ, সঞ্জয় কুমার শুভ, নিলয় দেব প্রান্ত, লিহান হায়দার, মোঃ আয়মান রাফি, নিশাত সুলতানা এলিন, অভিষেক মজুমদার সন্তু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও রসায়ন অলিম্পিয়াডের কনভেনর ড.শামছুন নাহার। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, বাংলাদেশ রসায়ন সভাপতি মোঃ রাজিউর রহমান মল্লিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান।
সভাপতির বক্তব্যে ড. শামছুন নাহার বলেন, আগামীর বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের মতো ক্ষুদে রসায়নবিদদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করে দেশের সুনাম বৃদ্ধি করতে হবে। তোমারাই পারবে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধিশালী করতে।
বাংলাদেশ রসায়ন সভাপতি মোঃ রাজিউর রহমান মল্লিক বলেন, রসায়নে অবদান বৃদ্ধির জন্য প্রতিবছর আমরা জাতীয়ভাবে এই অনুষ্ঠান আয়োজন করে থাকি। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে রসায়ন পৌঁছে দেয়া আমাদের এই অলিম্পিয়াডের মূখ্য উদ্দেশ্য। বাংলাদেশ রসায়ন সমিতি এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে বিদেশে যাতে তার দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয় তাই আমাদের প্রচেষ্টা।
সমাপনী বক্তব্যে দ্বাদশ রসায়ন অলিম্পিয়াডের কো-কনভেনর ও রসায়ন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. এম লুৎফর রহমান অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, রসায়ন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জাতির পিতার উন্নত ও সমৃদ্ধিশালী স্বপ্নের সোনার বাংলা গড়তে রসায়ন চর্চা ও গবেষণার প্রয়োজন অনস্বীকার্য। রসায়ন ছড়িয়ে পড়ুক সকলের মাঝে এই উদ্দেশ্যেই বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের এই আয়োজন।রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গর্বিত রকম একটি অনুষ্ঠানের আয়োজক হতে পেরে।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, গত ১৪ই জানুয়ারি ৩৪০ জন শিক্ষার্থীকে নিয়ে অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়৷ ৩৪০ জন শিক্ষার্থী থেকে ৯৯ জন লিখিত পরিক্ষার জন্য মনোনীত হয়। আজ ৭০ জন শিক্ষার্থী নিয়ে লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয়।