• সারাদেশ

    পাবিপ্রবির নতুন ছাত্র উপদেষ্টা ড. নাজমুল 

      প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১৩:১৭ প্রিন্ট সংস্করণ

     

     

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. নাজমুল হোসেন। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইইসিই) বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

     

    রবিবার(৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

     

    অফিস আদেশে বলা হয়, আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৩ইং তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট ভাতাদি প্রাপ্ত হবেন।

     

    জানা যায়, নাজমুল হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক এবং একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি জাপান সরকারের (মনবুকাগাকুশো) বৃত্তি নিয়ে সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত সদস্য।

     

    দায়িত্ব পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তায়া’লার কাছে। এরপর ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য মহোদয়কে যারা আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দিয়েছেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো। সকলের সহযোগিতা কামনা করছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ