প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:২৮:৩১ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি:
২৪ ফেব্রুয়ারী আনুমানিক ১১ টার দিকে বাড়ির সামনে এসে সাংবাদিক শহিদুলকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় মারুফ। হত্যার হুমকি পেয়ে গত শুক্রবার ২৪ ফেব্রুয়ারী দুপুরের দিকে হাবিলের ছোট পুত্র মারুফের বিরুদ্ধে একটি অভিযোগ করেন শহিদুল ইসলাম। থানায় অভিযোগ করার কারনে আজ ২৬ ফেব্রুয়ারী সকালে সাংবাদিক শহিদুলকে কল করে রাস্তায় ডেকে নেয়ার চেষ্টা করে মারুফ ও তার সহযোগীরা। তারপর না গেলে বাড়িতে এসে মেরে ফেলার হুমকি দেয় নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন ৫ নাম্বার ওয়ার্ডের মতিনের বড় ছেলে আলী আকবর ( ২৩) ও অজ্ঞাতনামা আরো দুই তিন জন। আলী আকবর হুমকি দেয়ার পড়ে বলেন, কত বড় সাংবাদিক তুই? এলাকার কোনো নিউজ করবি না। ছেলেরা স্কুলের মধ্যে আড্ডা দিবে তুই কিছু করতে পারবি না।
জানা যায়, প্রায় ৬ মাস আগে গ্রামবাসীর চলাচলের জন্য চাকলা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ সীমানা নির্ধারণ করে দেয় ভূমি পরিমাপ করে। সে সময় এলাকার সুনামধন্য আমীন চান্দু। তিনি বলেন আমি নিজে ভূমি পরিমাপ করে দিয়েছি। চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রাচীর হতে ১৫ ফিট দক্ষিন দিকে স্কুলের সীমানা মেপে পিলার পুঁতে দেয়া হয়েছে।
ভূমি পরিমাপের তোয়াক্কা না করে গভীর রাতে ৪ ফিট ভেতরে সুপারি গাছ লাগায় হাবিল হোসেন ও তার পুত্র মারুফ। এ বিষয়ে কথা বললে সাংবাদিক শহিদুলকে জবাই করার জন্য বাড়ি থেকে ছুরি আনেন মারুফ।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল বলেন,আমরা বিষয় টি জেনেছি ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বলেন,অভিযোগ পেয়েছি সত্যতা প্রমান পেলে ব্যবস্থা নেয়া হবে।