প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ১০:০৫:৩২ প্রিন্ট সংস্করণ
জয় ময়মনসিংহ :
ময়মনসিংহ বিভাগের লাখো জনতার অংশগ্রহণে বিভাগীয় মহাসমাবেশে স্মার্ট ময়মনসিংহ গঠনের বার্তা নিয়ে আজ ময়মনসিংহ সফরে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁকে অভ্যর্থনা জানাতে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্ন বর্ণাঢ্য উপায়ে সজ্জিত হয়েছে পুরো শহর, লাখো মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে ময়মনসিংহ নগরী। ময়মনসিংহ সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে লাখ লাখ উচ্ছ্বসিত জনতাকে উদ্দেশ্য করে মূল্যবান বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নে বদলে গেছে গোটা ময়মনসিংহ। ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার পাশাপাশি অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়ায় এখানকার মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কয়েকগুণ। আরও উন্নয়নের বার্তা নিয়ে জনসভায় যোগদানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ১০৩ টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরমধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগের উন্নয়নের নতুন সূচনা করেছেন জননেত্রী শেখ হাসিনা।
ময়মনসিংহ বিভাগের আমূল উন্নয়নে ও স্মার্ট বিভাগ গঠনে জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সহ সকল মৌলিক সুযোগসুবিধা বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পদক্ষেপ এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পগুলো ময়ময়মনসিংহ অসামান্য অবদান রাখতে সক্ষম হবে। এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে তা ময়মনসিংহবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করবে।