প্রতিনিধি ৮ অক্টোবর ২০২২ , ৭:৩৪:২৪ প্রিন্ট সংস্করণ
মোঃ মুক্তাদির হোসেন। গাজীপুর( কালীগঞ্জ) উপজেলা প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ), হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া, বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি) দরবার শরীফ, কালীগঞ্জ উপজেলার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য পবিত্র জসনে জুলুস অনুষ্টিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে আসা শত শত সুন্নী মুসলমানের কন্ঠে ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ ধ্বনি নিয়ে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী, আলহাজ্ব আজাদ ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, দেওয়ান শফিউদ্দিন আহমাদ, মোর্শেদ আলম মিন্টু ও মো. ইয়াকুব আলী ফকিরের নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আওলাদ হোসেন, অর্থ সম্পাদক মাওলানা মো. আনিছুর রহমান, বাংলাদেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া মাইজভান্ডারীয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন খান, খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী শাহ্ শরীফুল আলম, মো. শুকুর মিয়া, আঞ্জুমানে রহমানীয়া মইনীয়া যুব ফোরাম গাজীপুর জেলা সভাপতি মো. কাউছার মোল্লা, উপজেলা সভাপতি মো. মাসুম ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের উপজেলা সহকারী কর্মী প্রধান মো. রেজাউল করিম ডাক প্রমূখ।
বক্তাগণ বলেন, প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রী. ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র মক্কায় আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) শুভ আগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে খাজা আলম আল-মাইজভান্ডারী, সাখাওয়াৎ খন্দকার আল-মাইজভান্ডারী, জিয়া উদ্দিন আল-মাইজভান্ডারী, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের তুমলিয়া ইউনিয়ন সহকারী কর্মী প্রধান মো. এনায়েত মিয়া, মো. শাফায়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন দরবার শরীফের সুন্নী মতাদর্শের তরিকত পন্থী হাজার হাজার সুন্নী জনতা উপস্থিত ছিলেন।
অপরদিকে নাগরী ইউনিয়ন পরিষদ থেকে বাংলাদেশ আহলে ছুন্নাত ওয়াল জামাত নাগরী ইউনিয়ন এর উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস এর গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে জসনে জুলুস আবার ও উলুখোলা বাজারস্ত নাগরী ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্টিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, কোরআন তেলোয়াত করেন বিরতুল নুরী মদিনা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র জুবায়ের আহমেদ, বক্তব্য রাখেন হযরত মাওলানা মোক্তার হোসেন, মাওলানা হাফিজ উদ্দিন আহমেদ, মাওলানা আলামিন,
মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, আব্দুল আউয়াল, মাওলানা নুর ইসলাম, মাওলানা শাহপরান, মাওলানা মাহফুজ, মাওলানা মাসুদ, মোস্তফা আশেকি, মাওলানা হাফেজ জসীমউদ্দীন, উপস্থিত ছিলেন ব্যবসায়ী আসমত আলী মুন্সি, মোঃ মোবারক, মোঃ সাঈদ শেখ, হাফেজ মাওলানা জুবায়ের হোসেন, আশিকে রাসুল অলিউল্লাহ, মাওলানা গাফফার, মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান, হাফেজ সাইফুল, মাওলানা হারিস উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান আল আবেদী, জশনে জুলুস কমিটির সাধারণ সম্পাদক নুর সালাম মোল্লা, মিলাদ পরিচালনা করেন আশেকে রাসুল মাওলানা রিয়াজুল আমিন আল কাদরী, দোয়া পরিচালনা করেন আশেকে রাসুল মাওলানা মান্নান জেহাদি,
কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জামান সরকারের সভাপতিত্বে নাগরী ইউনিয়নের মুসলিম নিকা রেজিস্টার মাওলানা জাকির হোসেন এর সঞ্চালনায় জশনে জুলুস ও আলোচনা সভা শেষ হয় এরপর মোনাজাত ও তবারকের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।