• আরো

    রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ৮:০৩:৫০ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

     

    নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া সরকারবাড়ি এলাকা থেকে একাধিক ছিনতাই, চুরি, ডাকাতি মামলার ২ আসামি মাছুম ওরফে টোরলা মাছুম (৩২) ও সোহান (২৬) কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান।

     

    এ বিষয়ে রূপগঞ্জ থানাধীন ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এই মাছুম ওরফে টোরলা মাছুম ও তার সহযোগী সোহানের নামে রূপগঞ্জ থানায় একাধিক চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মামলা রয়েছে। আমিসহ আমার পুলিশ ফাঁড়ির টিম দীর্ঘদিন চেষ্টা করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাতে ৩টার দিকে এই ২জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।

     

    পরে তাদের রুপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে আর মামলা প্রক্রিয়া দিন অবস্থায় আছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ