প্রতিনিধি ২৯ মার্চ ২০২৩ , ৪:২৭:৪৫ প্রিন্ট সংস্করণ
সোহরাওয়ার্দী খান, কুমিল্লা।
কুমিল্লার সদর দক্ষিণে দুই শিশু সৎ ভাইকে হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ২৭ মার্চ (সোমবার) দুপুরে এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। দণ্ডপ্রাপ্ত আসামি আল শফিউল ইসলাম ছোটন জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নজরুল ইসলাম। তিনি জানান, মামলার ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী ও আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ছোটনকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে । আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায়- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি দিনের সোয়া ১০টা হতে পৌনে ৩টা পর্যন্ত যেকোন সময় আসামি মোঃ আল সফিউল ইসলাম ছোটন তাদের ঘরে সৎ দুই ভাই মেহেদী হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনি (৬) কে গলা টিপে ও বালিশ চাপা দিয়া শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে দুই শিশুর মা এবং আসামির সৎ মা রেখা বেগম বাদী হয়ে সফিউল ইসলাম ছোটনকে আসামি করে ২৭ ফেব্রুয়রি কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।
২০১৬ সালের ১ মার্চ থানাপুলিশ আসামি ছোটনকে গ্রেফতার করলে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। ওই বছরের ৩০ মে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করিলে বিজ্ঞ আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। পরবর্তীতে মামলায় রাষ্ট্রপক্ষে ২০জন সাক্ষীর মধ্যে ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ছোটনকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।