প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ২:৩১:১৭ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিরকুটির ছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরিব, অসহায়, দুস্থ ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয়ের স্নেহধন্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ স্বপন ভূঁইয়া ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু হোসেন ভূঁইয়া এবং মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মোঃ দুলাল ভূঁইয়া ও খোকন ভুঁইয়ার পরিবারের পক্ষ থেকে হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে এবং প্রধান অতিথি সহ সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ তোফায়েল আহমেদ আলমাছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ তাওলাত হোসেন, মুড়াপাড়া কলেজের সাবেক এ জি এস সোহাগ,
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা খোকন ভূঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুদ্দিন, বঙ্গবন্ধু সৈনিক লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি জসীমউদ্দীন, বঙ্গবন্ধু সৈনিক লীগের নারায়ণগঞ্জ জেলা সাধারণ-সম্পাদক পরেশ চৌধুরী, মুড়াপাড়া আওয়ামী লীগ নেতার রিপন মিয়া, মুড়াপাড়া আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ, ৬৯ নং মিরকুটির ছেও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মামুন মিয়া সহ মুড়াপাড়া ইউনিয়নের সকল পর্যায়ে নেতাকর্মীরা।
পরে একে একে সবাই বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে হতদরিদ্রদের ৫০০ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার তুলে দেন।