• আরো

    রুপগঞ্জের গোলাকান্দাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করা হয়েছে

      প্রতিনিধি ১২ মে ২০২৩ , ১০:২৭:৩৭ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

     

    নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানাল এলাকায় পূর্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার বিদ্যুৎ ও মাসুম বিল্লাহ দুই গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ গোলাগুলি ঘটনায় মাসুম বিল্লাহ ও জোবায়ের নামের দুইজনকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে।

     

    পরে তাদের লোকজন ও এলাকাবাসী মিলে মাসুম বিল্লাহ ও জোবায়ের কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভূলতা ফাঁড়ির পুলিশ।

     

    এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আমরা দুই গ্রুপের হামলা সংঘর্ষ ও গোলাগুলির খবর শুনতে পেয়ে আমি সহ আমার ভূলতা পুলিশ ফাঁড়ির টিম অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।

     

    পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি পূর্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা বিদ্যুৎ ও মাসুম বিল্লাহ দুই গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়। এতে করে বিদ্যুতের গ্রুপের লোকজন মাসুম বিল্লার গ্রুপের জোবায়ের ও মাসুম বিল্লাহ কে গুলি করে গুরুতর জখম করে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও মাসুম বিল্লাহ লোকজন আহত দুইজনকে উদ্ধার করে ঢাকা কলেজ মেডিকেলে নিয়ে যায়। তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ