প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৯:২৯:২৫ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ও সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু। তারই ধারাবাহিকতায় তিনি আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের শ্যামসুন্দরপুর ও মাশুমদিয়া ইউনিয়নের ত্রিমোহনী বাজার সহ বিভিন্ন জায়গায় জনসংযোগ ও নেতা কর্মিদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
উক্ত মতবিনিময় সভায় তিনি বলেন শেখ হাসিনার সরকারের আমলে যত উন্নয়ন সম্ভব হয়েছে বিগত দিনে অন্য কোন সরকারের আমলে তা হয়নি।তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কে বিজয়ী করে চতুর্থ বারের জন্য শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।তাহলে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা রুপান্তরিত হবে শেখ হাসিনার স্মার্টবাংলাদেশ।
তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে জনগণ যত সুকে শান্তিতে এবং নিরাপদে থাকেন অন্য কোন সরকারের হাতে জনগণের সেই নিরাপদে থাকেন না। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক সাথে কাধে কাধ মিলিয়ে নৌকা কে বিজয়ী করি।
এ সময়ে উপস্থিত ছিলেন আমিনপুর থানা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।