প্রতিনিধি ১০ জুলাই ২০২৩ , ৪:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে সোমবার (১০ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় রামগড় মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন ও রামগড় ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী মো.নুরুল আলম আলমগীর।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াতের মাধ্যমে ও রামগড়৷ মেমোরিয়াল হাসপাতালের উপদেষ্টা ডাঃ বিজয় মজুমদারের সঞ্চালনায় এবং রামগড় মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউর রহমান শিপনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মো.আবু সুফিয়ান সবুজ, রামগড় মেমোরিয়াল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইরফান জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, রামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান, রামগড় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক প্রদেশ ত্রিপুরা সহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ প্রমূখ। মো:শাহাদাত হোসেন ৷ রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ৷মোবা:০১৭২৯০৪০৫২৬