প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ৯:৪২:৫৬ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার স্টাফ রিপোর্টার:
রোটারি ক্লাব নর্থ ইস্ট এর সভাপতি নির্বাচিত হলেন পাবনা জেলার কাশিনাথপুর ইউনিয়ন ছাতক বরাট গ্রামের কৃতি সন্তান রোটারিয়ান মো. শাহীদুল ইসলাম।
রোটারিয়ান মোঃশাহীদুল ইসলাম ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে কাজ করে যাচ্ছেন। ২০০১ সালে রোটারি ইন্টারন্যাশনাল এর অঙ্গ সংগঠন রোটারেক্ট ক্লাব অব পাবনা এর সদস্য হয়ে রোটারির সাথে সম্পৃক্ত হন। পরবর্তীতে ২০১৮ সালে বাংলাদেশ রোটারির ৩৭ বছরের ঐতিহ্যবাহী রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্ট এ সদস্য পদ লাভ করেন।পরবর্তীতে তিনি একই ক্লাব এর সেক্রেটারি এর দ্বায়িত্ব পালন করেন। এবং সেই বছরই তিনি রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর বেষ্ট সেক্রেটারি এওয়ার্ড অর্জন করেন। সেই সাথে আগামী রোটারি বর্ষ ২০২৪-২৫ সালের সভাপতি হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য যে ঢাকায় বিভিন্ন কার্যক্রম এর পাশাপাশি রোটারিয়ান মোঃশাহীদুল ইসলাম এর উদ্যোগে ২০১৮ সালে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্ট, কাশিনাথপুর এবং তার আশেপাশের ১০টি গ্রাম নিয়ে একটি অঞ্চল গঠিত করে। যার নাম আরসিসি কাশিনাথপুর । এর মাধম্যে দীর্ঘ ৫ বছর ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ পরিচালনা করছে (শীত বস্ত্র বিতরন, বৃক্ষ রোপন,করেনার সময় মাস্ক বিতরন,বন্যায় ক্ষতিগ্রস্থের ঘর নির্মানে সহায়তা, বিধবাদের আর্থিক সাবলম্বী করার জন্য বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ, দূস্থদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেয়া,সর্বশেষ গত ২ বছর ধরে কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালয়,এদ্রাকপুর কেএ আলিম মাদ্রাসা, শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ এ ৩০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে লেখা পড়ার জন্য সুযোগ দান) উল্লেখযোগ্য।
রোটারি ক্লাব নর্থ ইস্ট এর সভাপতি নির্বাচিত হওয়ায় মো. শাহীদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন। শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাহবুব হোসেন বলেন – রোটারিয়ান শাহীদুল ইসলাম একজন পরোপকারী মানুষ। যে কিনা বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক সকল কাজের সাথে সম্পৃক্ত হয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি তিনি খুব ভালো মনের পরোপকারী মানুষ।তার মতো একজন মানুষ পেয়ে আমরা গর্বিত। তিনি তার সার্বিক মঙ্গল কামনা করে।