• আরো

    দখল-দূষণে মৃতপ্রায় ঈশ্বরদীর পাঁচ নদী

      প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ১০:২১:০৫ প্রিন্ট সংস্করণ

    রেজোয়ান বিশ্বাস স্টাফ রিপোর্টার:

     

     

    স্বাধীনতার পর গত পাঁচ দশকে (৫২ বছরে) পাবনার ঈশ্বরদীর ছয় নদীর পাঁচটিই এখন মৃত। বেশিরভাগ নদীর জায়গা বেদখল হয়েছে। তীরবর্তী জমির মালিকরা নিজেদের নামে কাগজ করে দখল করেছে নদী। ফলে সংকুচিত হতে হতে এসব নদী এখন হারিয়ে যেতে বসেছে।

     

    ঈশ্বরদী উপজেলার উপর দিয়ে বহমান পদ্মা নদীর মতো একসময় কমলা নদী ও সুতা গাং প্রাণবন্ত ছিল। চিকনাই, রতনাই ও চন্দ্রাবর্তী নদীও ছিল পানিতে টুইটুম্বর। কিন্তু এগুলোর সবই এখন মৃতপ্রায়।

     

    জানা যায়, মুলাডুলি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত কমলা নদী এক সময় খরস্রোতা ছিল। পদ্মা নদীর সাঁড়া এলাকার ৪নং ঘাট থেকে এ নদীর উৎপত্তিস্থল হলেও কালের বিবর্তনে সেটি এখন আর বোঝার উপায় নেই। দখল-দূষণ আর নাব্যতা হারিয়ে কমলা নদীর অস্তিত্ব এখন সংকটের মুখে। মুলাডুলি ইউনিয়নের ছয়টি গ্রামজুড়ে এ নদীর অস্তিত্ব কিছুটা বুঝা গেলেও তা নালায় পরিণত হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ