• শিক্ষাঙ্গন

    এসএসসিতে কলেজিয়েট স্কুলের ঈর্শণীয় সাফল্যে বৃহত্তর কাশিনাথপুরে সর্বাধিক সরকারি বৃত্তিপ্রাপ্ত 

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ৪:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ

     

    কে.এম নাহিদুজ্জামান (পরাগ) স্টাফ রিপোর্টার:

     

     

    আপনার স্বপ্ন… আমাদের লক্ষ্য, এই নৈতিকতার বাণী নিয়ে,২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় কাশিনাথপুর কলেজিয়েট স্কুল থেকে সরকারিভাবে রাজশাহী বোর্ডের অধীনে উপজেলা ভিত্তিতে ৫ জন কৃতি শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়েছে। অভিনন্দন সকল বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের। কৃতি শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন,মোছা:মাইশা খাতুন(ট্যালেন্টপুল), মিশকাতুল জান্নাত (সাধারণ),সজনী আক্তার সুরাইয়া (সাধারণ),মোছা: সাদিয়া সুলতানা(সাধারণ) এবং আফরিন ইসলাম (সাধারণ)। কাশীনাথপুর তথা,বেড়া ও সুজানগর উপজেলার মধ্যে এ এক অনন্য রেকর্ড। কাশনাথপুর কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে কলেজিয়েট স্কুলে বইছে আনন্দের ঝর্ণাধারা। যে ঝর্ণা ধারায় স্নিগ্ধ পুরো কলেজিয়েট শিক্ষা পরিবার। এই অর্জন সম্পর্কে কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের পরিচালক এবং প্রতিষ্ঠান প্রধান

    ইঞ্জিনিয়ার কে.এম.নাহিদুজ্জামান(পরাগ) জানান :”কাশিনাথপুর কলেজিয়েট স্কুল বরাবরই মানসম্মত অভিজ্ঞ পরিচালকমন্ডলী(প্রভাষক,সহকারী অধ্যাপক) দ্বারা পরিচালিত।পরিচালক বৃন্দদের ক্লাসে মানসম্মত পাঠদান, দিকনির্দেশনা এবং দক্ষ সহকারী শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে সঠিক পরীক্ষার মূল্যায়ন সহ নিবিড় পরিচর্যায় থেকে শিক্ষার্থীরা পড়ালেখা করেছে,সেই সাথে শিক্ষার্থীদে নিজস্ব অধ্যবসায় তাদেরকে আরো সাফল্যের চূড়ায় এগিয়ে নিতে সহায়তা করেছে।”

    প্রধান শিক্ষকের সাথে শিক্ষার্থী

    অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও নুরুল হোসেন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সরকারি অধ্যাপক মোঃ মাহবুব হোসেন স্যারকে এই সাফল্যের পেছনের গল্প জানতে চাইলে তিনি জানান: “আমরা শুরু থেকেই আমাদের এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে পাঠদান দান, পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন,এবং এসএসসি পরীক্ষা কেন্দ্রিক সঠিক দিক নির্দেশনা দিয়ে এসেছিলাম,সাথে শিক্ষার্থীদের নিজেদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টায় শিক্ষার্থীরা সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ। এই ধারা অব্যাহত থাকুক,কলেজিয়েট শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা।

    ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী মোছা: মাইশা খাতুন তার গোল্ডেন এ প্লাস এবং বৃত্তি প্রাপ্ত হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন: “কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের

    শিক্ষক শিক্ষিকা,এবং অভিজ্ঞ পরিচালকবৃন্দদের সঠিক দিকনির্দেশনা এবং নিয়মিত গঠনমূলক পরীক্ষার মাধ্যমে আমাদের মূল্যায়ন যাচাই,এবং আমাদের জন্য শিক্ষক শিক্ষিকাদের আলাদা কেয়ার আমাদের সাফল্যের অন্যতম সহায়ক হিসেবে কাজ করেছে। এজন্য আমরা সকল পরিচালকবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

     

    সর্বোপরি তাদের এই সাফল্য অর্জনের পেছনে যে সঠিক পরিবেশ তৈরি করে দেয়া দরকার কাশীনাথপুর কলেজিয়েট স্কুল ঠিক সেই পরিবেশটিই তাদের জন্য তৈরি করে দিয়েছিল যার ফলাফলস্বরূপ কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের

    শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে, এবং আমরা আশা করি এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। এছাড়াও কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের নেয়া উদ্যোগ গুলোর মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগ গুলোর মধ্যে, ইংলিশ স্পোকেন, আরবি শিক্ষা,হাতের লেখা সুন্দর করণ প্রশিক্ষণ,অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য “কলেজিয়েট রিলায়েন্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন” ছাত্র-ছাত্রীদের মধ্যে ইতিমধ্যেই অভাবনীয় গ্রহণযোগ্যতা পেয়েছে।

     

    🟢এক নজরে জেনে নেই ২০২৪ সালের কাশিনাথপুর কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার সাফল্যের পরিসংখ্যান; এ প্লাস পাওয়ার হারের শীর্ষে কাশীনাথপুর কলেজিয়েট স্কুল। এ প্লাসের হার = ৬৬%,এ গ্রেডের হার= ৩৪% ও পাশের হার = ১০০%.

    ইনশাল্লাহ এই সাফল্যের ধারা কাশনাথপুর কলেজিয়েট স্কুল

    ধরে রাখতে বদ্ধপরিকর।

     

    “সেই শিক্ষার বিকাশ ঘটুক,

    যে শিক্ষায় ছুঁয়ে যায় হৃদয় আর প্রতিষ্ঠিত হয় নৈতিকতার ও মূল্যবোধ।”

     

    __কে.এম. নাহিদুজ্জামান (পরাগ)

    পরিচালক ও প্রতিষ্ঠান প্রধান

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ