• শিক্ষাঙ্গন

    কাশিনাথপুর ডিজিটাল কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৩:২০ প্রিন্ট সংস্করণ

    মো.জাহিদুল ইসলাম সুমন স্টাফ রিপোর্টার:

     

    পাবনা সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ডিজিটাল স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

     

     

     

    আজ বুধবার (০১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়। শুরুতেই নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

     

     

     

    এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন নতুন সাজে , কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে।

     

     

     

    এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচিতি পর্ব।

    তারপর ২য় বর্ষের শিক্ষার্থীরা কিছু বক্তব্যের মধ্যে দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়। কলেজ সম্পর্ক বক্তব্য রাখে ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী আলী হাসানাত জয়া,তিনি কলেজ সম্পর্কে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। পর্যায়ক্রমে ২য় বর্ষের কিছু শিক্ষার্থীরা বক্তব্য রাখে।

     

     

     

    এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আক্কাস হোসেন।

    অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব জীবন কুমার ও গোলাম রসুল রতন।

     

     

     

    স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আক্কাশ হোসেন। বক্তব্যে কলেজের অধ্যাক্ষ প্রথমে নবীনদের স্বাগত জানান ও কলেজের নিয়ম শৃঙ্খলা বিষয়ে শিক্ষার্থীদের অবগত করেন। তিনি সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন। এ সময় আরো বক্তব্য রাখেন -উপাধ্যক্ষ জনাব মোঃ মেকাইল হোসেন, নাকালিয়া মঞ্জুর কাদের ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মফিদুল হোসেন, আরো ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শাহারিয়ার ইকলু, জনাব মোঃ হাফিজুর রহমান, জনাব মোঃ বাবলু হোসেন এছাড়াও কলেজের সকল শিক্ষক স্বাগত বক্তব্য রাখেন।

     

    সকল স্বাগত বক্তব্য মধ্যে দিয়ে সমাপ্তি হয় উক্ত অনুষ্ঠান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ