প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৩ , ১০:৩০:০৫ প্রিন্ট সংস্করণ
রাজধানীর ভাটার থানা এলাকা থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেয়া সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (১১ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা এলাকায় অবস্থিত শ্যামলী কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জহুরুল ইসলাম ও মো. সাজু ইসলাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা লালমনিরহাট থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানীসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে।