• সারাদেশ

    সুজানগরের নাজিরগঞ্জের পদ্মা নদী থেকে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় তিন জন আটক

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৩:৩৭:৩১ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার

    আজ ২৩/১০ ২০২৩ রোজ সোমবার সকালে সুজানগরের নাজিরগঞ্জ পদ্মা নদীথেকে অবৈধ ভাবে ইলিশ মাছ ধরার সময় নাজিরগঞ্জ নৌ ফাঁড়ির পুলিশ ৩ জনকে আটক করেছে।
    এ সময়ে তাদের কাছথেকে মাছ ধরার কাজে ব্যবহিত একটি টলার ও ও অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন যাহার আনুমানিক দৈর্ঘ ২০০০ মিটার ও প্রস্থ ০৫ মিটার। টলারটির মূল্য আনুমানিক ৪০০০০( চল্লিশ হাজার) টাকা ও জালের মূল্য আনুমানিক ৬০০০০( ষাটহাজার) টাকা।
    আসামিদ্বয় হলো
    মোঃইব্রাহিম মন্ডল ( ৪০)
    পিতা মৃত
    হাবিব মন্ডল
    মোঃ চানু শেখ
    পিতা মোঃ শাজাহান শেখ
    মোঃ আইজ উদ্দিন শিকদার(৬৪)
    পিতা মৃত আহচান শিকদার
    সর্বসাং পশ্চিম ছারোয়া( মাধবপুর)
    ইউনিয়ন রতন দিয়া থানা কালুখালী জেলা রাজবাড়ী
    এদের বিরুদ্ধে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।
    তথ্যটি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সাইদুর রহমান তিনি বলেন অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ