• সারাদেশ

    সরকার নির্ধারিত মূল্য ৩৫  লালপুরে রাতারাতি আলুর কেজি ৫৫ টাকা!

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ৬:১৩:৩৯ প্রিন্ট সংস্করণ

     

    এ জেড সুজন মাহমুদ,লালপুর (নাটোর) প্রতিনিধি:

    নাটোরের লালপুরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছ ৫৫ টাকা। মঙ্গলবার রাতে ৪৫ এ বিক্রি হলেও বুধবার ২৫ অক্টোবর সকালে তা বেড়ে হয় ৫৫ টাকা। অন্যদিকে সরকার নির্ধারিত মূল্য তালিকায় রয়েছে আলু প্রতি কেজি ৩৫-৩৬ টাকা। তালিকা অনুযায়ী এখন এখানে কেজি প্রতি ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।  এব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা। এদিকে খুচরা বিক্রেতারা জানিয়েছেন লালপুর বাজারের ঝন্টু, আসাদ, জিয়া,  নয়নসহ লালপুর বাজারের আড়তদাররা সিন্ডিকেটের মাধ্যমে আলুর দাম বাড়িয়েছে। তারা  অনুরোধ জানিয়ে বলেছেন ছোট ব্যবসায়ীদের পাশাপাশি এসব আড়তদারের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাজারে ভারসাম্য আসতে পারে।

    গতকাল সকালে লালপুর বাজারে আলুর ক্রেতা আব্দুল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন “আলুর দাম রাতারাতি কেজিত হয় ১০ টাকা বাইড়ি গেল। এইডা মগের মুল্লুক নাকি!”। তিনি শেষ পর্যন্ত আলু না কিনে বাড়ি ফিরে যান।

    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুলতানার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
    ###

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ