• সারাদেশ

    রূপগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রধান কার্যালয় উদ্বোধন করেছেন এডভোকেট স্বপন ভুইয়া

      প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৩:১৩:২৬ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক:- আলোকিত বার্তা ৭১,স্টাফ রিপোর্টার:

    নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ সময় কর্মী সভার ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    গতকাল বুধবার বিকেল ৪ টার দিক রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ড হাজী শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় রুপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের প্রদান কার্যালয়ে রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এডভোকেট হাজী মো:- স্বপন ভূইয়া নেতৃত্বে রুপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রধান কার্যালয় উদ্বোধন ও আগামী নির্বাচনকে সামনে রেখে রুপগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা ও আলোচনা সভার অনুষ্ঠান করা হয়েছে।

    উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এডভোকেট হাজী মো:- স্বপন ভূইয়া, রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সৈনিকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলাইমান হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো:- জসীম, মুড়াপাড়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নিরব হাসান রাজ, মুড়াপাড়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ-সম্পাদক রাসেদ সহ রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ইউনিয়ন-ওয়ার্ড সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা।

    পরে প্রধান অতিথির বক্তব্যে, রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এডভোকেট হাজী মো:- স্বপন ভূঁইয়া বলেন, বর্তমান বাংলাদেশে যা যা উন্নয়ন হয়েছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলেই হয়েছে। তিনি আরো বলেন আমাদের এই রূপগঞ্জে যত উন্নয়ন হয়েছে সকল উন্নয়ন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বস্ত্র ও পাটমন্ত্রীর হাতেই হয়েছে বলে জানান এডভোকেট স্বপন ভূইয়া। এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে আবারও রূপগঞ্জে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

    তিনি বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, তাই আবার আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এবং আগামী নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে ও গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকার জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের দিনরাত মাঠে থেকে কাজ করে যেতে হবে বলেও জানান এডভোকেট স্বপন ভূইয়া। পরে প্রধান অতিথির বক্তব্য শেষে একে একে সবাই বক্তব্য রাখেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ