প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ৫:২৯:৩৫ প্রিন্ট সংস্করণ
মল্লিক জামাল. স্টাফ রিপোর্টার:-
তালতলীর শারিকখালী ইউনিয়নের দক্ষিন নলবুনিয়া গ্রাম থেকে হেমায়েত ওরফে হিমু ও সোহান তালুকদার নামে দুই মাদক ব্যবসায়ীদেরকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ।
জানা গেছে আজ ২৯ নভেম্বর বুধবার সকাল ৭ টা ৩০ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন নলবুনিয়া গ্রামে হেমায়েত ওরফে হিমু তালুকদারের বাড়ীতে অভিযান করে হেমায়েত ওরফে হিমু ও তার পুত্র সোহান তালুকদারকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা নগদ ৮৮,০০০/- টাকা ও দু’টি ডিজিটাল গাঁজা মাপার মিটার এবং দু’টি নকিয়া মোবাইল সহ আটক করা হয়।
বরগুনা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম দক্ষিন নলবুনিয়া হেমায়েত ওরফে হিমু এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ পিতা ও পুত্র (দুই জন) কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলার ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।