• সারাদেশ

    রূপগঞ্জের নবনিযুক্ত ওসি দীপক চন্দ্র সাহা

      প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৩ , ২:২০:৪৬ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

     

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দীপক চন্দ্র সাহা।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা- ২ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়৷ দীপক সর্বশেষ ঢাকার সাভার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন৷ তিনি রূপগঞ্জের বর্তমান পরিদর্শক (ওসি) এএফএম সায়েদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

     

    অবশ্য এর আগেও নারায়ণগঞ্জকে কর্মস্থল হিসেবে পেয়েছিলেন তিনি৷ ওই দফায় জেলার বন্দর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি৷ কাজের মূল্যায়নস্বরূপ তিনি প্রধানমন্ত্রীর কর্তৃক পিপিএম পদকে ভূষিত হন৷ এছাড়া কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন৷

     

    প্রসঙ্গত, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ওই আদেশে দেশের বিভিন্ন থানার ৩৩৮ অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসনে এই বড় রদবদল বলে জানা গেছে৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ