• সারাদেশ

    জাতীয় শোক দিবস উপলক্ষে কালীগঞ্জে নতুন কুঁড়ি মডেল স্কুলে রচনা প্রতিযোগিতা,চিত্রাংকন,কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ৩:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ

    মোঃমুক্তাদির হোসেন। ষ্টাফ রিপোর্টার:

     

    জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে দূর্বাটি গ্রামে অবস্হিত নতুন কুঁড়ি মডেল স্কুল আয়োজিত রচনা প্রতিযোগিতা,বিষয়ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেনঃ(১) আরমিন শ্রেনী ঃ৬ ষ্ঠ রোল নং 0৯,(২) ২য় স্হান অধিকার করেনঃ যুগ্ম ভাবে ( ১) সিয়াম, শ্রেনী ০৮ ম, রোল নং (২),ইরা আক্তার,শ্রেনীঃ ৬ষ্ঠ, রোল নং ০৭,তৃতীয় স্থান অধিকার করেন ঃ ০৩ জন,(১) রিতু, শ্রেনী ৭ম,রোল নং ০৩(২),তাইয়েবা, শ্রেনীঃ ৪র্থ,রোল নংঃ ০১,(৩)লাকি, শ্রেনী ৬ষ্ট, রোল নং ০৬,

    চিত্রাংকন প্রতিযোগিতায় ১ ম স্থান অধিকার করেন যুগ্ম ভাবে ঃ০২জন,(১)ইয়াছিন, শ্রেনীঃ৪র্থ,রোল নং ০৩,(২)তাফসির,শ্রেনী ০৫ম,রোল নংঃ০১,

     

    ২য় স্থান অধিকার করেন যুগ্ম ভাবে ২জন, (১)তানহা,শ্রেনী ৬ষ্ঠ,রোল নং২,রিতু,শ্রেনী ঃ৭ম,রোল নং ৩,তৃতীয় স্থান অধিকার করেন যুগ্মভাবে ০২ জন,

    (১)সিনহা,শ্রেনী ঃ৬ষ্ঠ,রোল নং ঃ১,(২)তাহমিনা আক্তার, শ্রেনীঃ তৃতীয়, রোল নং ৩,

     

    কুইজ কুইজ প্রতিযোগিতা ঃ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়,বনাম নতুন কুঁড়ি মডেল স্কুল।

    কুইজ কুইজ প্রতিযোগিতা ১ম স্থান অধিকার করেন, নতুন কুঁড়ি মডেল স্কুল, দলনেতাঃ ঋতু, তানহা,জিহাদ,

    মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন ঃ(১)অহনা,(২)মৃদূলা,(৩)ইকরা,

    নতুন কুঁড়ি মডেল স্কুল এর প্রতিযোগিরাঃ(১) ঋতু(২)তানহা, (৩)জিহাদ।

     

    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসাবে ছিলেনঃ আরাফাত খন্দকার, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, নতুন কুঁড়ি মডেল স্কুল,

    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন ঃ নতুন কুঁড়ি মডেল স্কুল সহ কারী প্রধান শিক্ষক ঃ বুশরা আশরাফী।

    এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ রিপোর্টেস ইউনিটির সিনিয়র সহ সভাপতি শফিকুল কবির। ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন। জাতীয় শোক দিবস উপলক্ষে তারা মূলবান বক্তব্য রাখেন এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

     

    এ ছাড়াও কালীগঞ্জ রিপোর্টেস ইউনিটির মাধ্যমে ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ নতুন কুঁড়ি মডেল স্কুলকে ১০,০০০/= টাকা আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ