প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৩ , ৬:৪৭:০৬ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার বেড়া-সাঁথিয়া পাবনা :
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এক অবিস্মরণীয় বীরত্বগাথা গৌরবময় দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩তে পদার্পণের দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন আজ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে। জাতীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে বিজয়ের এই দিনটি উদযাপন করা হবে। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা।
তাইতো কাশিনাথপুরে বিজ্ঞান স্কুলের ব্যতিক্রমি আয়োজন। আজ কাশিনাথপুর বিজ্ঞান স্কুলে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছোট বাচ্চাদের নিখুদ রংয়ের ছোয়ায় উজ্জীবিত হয় বীর মুক্তিযোদ্ধাদের অর্জিত গল্প। কেও জাতীয় পতাকা কেও স্মৃতিশোধ কিংবা নানান ধরনের চিত্রাংকন করে। চিত্রাংকন শেষে সবাইকে পুরস্কৃত করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ঘরোয়া পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ বলেন – যাদের আত্মত্যাগে পেয়েছে মোরা স্বাধীন স্বাবভৌম রাষ্ট্রের তাদের ঋণ কখনও শোধবার নয়। জাতীর বীর সৈনিকদের মর্যাদায় প্রতিবছরের ন্যায় এ বছরেও বিজ্ঞান স্কুল তাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা. আমিরুল সানু বলেন -পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন আজ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়।তাইতো বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রতিবছর বিজ্ঞান স্কুল কিছুটা ব্যতিক্রম ধর্মী আয়োজন করে। তিনি সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।