• সারাদেশ

    পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশী বুক ব্যাংক কর্তৃক আয়োজিত বিজয়ের গল্প আয়োজন অনুষ্ঠিত হয়েছে  

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ১০:১৭:২৭ প্রিন্ট সংস্করণ

     

    সংবাদদাতা :বাংলাদেশী বুক ব্যাংক কর্তৃক আয়োজিত বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের জয়গাথা বিজয়ের গল্প আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে পাবনা প্রেসক্লাব অডিটরিয়ামে ১৭/১২/২০২৩ ইং তারিখ রবিবার সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকায়।বাংলাদেশী বুক ব্যাংকের প্রতিষ্ঠাতা পাবনার কৃতি সন্তান লন্ডন ব্রিটিশ কাউন্সিলর মুঈন কাদরীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানটি বাংলাদেশী বুক ব্যাংক সংগঠনের বিশেষ প্রতিনিধি আজমাইন খান জিসান এর নেতৃত্বে সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেন মাহফুজুর রহমান শ্রাবণ,অনুষ্ঠানটির প্রতিপাদ্য বিষয় পাবনার মুক্তিযোদ্ধারা কিভাবে মুক্তিযুদ্ধ করেছেন সেটি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তরুণ প্রজন্মকে জানানোর জন্য এই আয়োজনটি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশী বুক ব্যাংকের বিশেষ প্রতিনিধি মুনিম শারিয়ার কাব্য। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম,প্রধান বিশ্লেষক হিসেবে বক্তব্য রেখেছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সেলিম, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহররম আলী,বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধার রেজাউল করিম রেজা সহ সম্মানিত অতিথিবৃন্দ।উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধের সময় কিভাবে তারা পাবনায় মুক্তিযুদ্ধ করেছিল সেই কথাগুলো স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশী বুক ব্যাংকের সদস্য মোহাম্মদ সানাউল্লাহ সানি,মোঃ কাউসার আলম,সুফল, নিরব, আহসান, মিশকাত, শিহাব , সাইফ খন্দকার,সহ আরো অনেকেই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ