• সারাদেশ

    কাশিনাথপুর নতুন পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ , ২:৪৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    আবু জায়েদ স্টাফ রিপোর্টার:

    কাশিনাথপুর নতুন পাড়া আদর্শ ছাত্র সংঘ কর্তৃক আয়োজিত ব্যডমিন্টন ফাইল ম্যাচ অনুষ্ঠিত হয়।

    প্রচণ্ড শীত উপেক্ষা করে হাজারো দর্শকের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    প্রতি বছরের মতো এবারও পাবনার সাঁথিয়া উপজেলা কাশিনাথপুর নতুন পাড়া আদর্শ ছাত্র সংঘ সমিতি এ ব্যাডমিন্টন টুর্নামেন্টর আয়োজন করে।

     

    শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ৮ টায় কাশিনাথপুর নতুন পাড়া প্রবাসি বিল্ডিং এর সামনের মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

     

    খেলায় আজিজুল সাউন্ড সিস্টেম কে হারিয়ে শুভ একাদশ চ্যাম্পিয়ন হয়। পুরস্কার হিসেবে তাদেরকে এলইডি টিভি দেয়া হয়। এবং রানার্সআপ আজিজুল সাউন্ড সিস্টেম কে একটি মুটো ফোন পুরুস্কার দেওয়া হয়।

     

    টুর্নামেন্ট খেলাটি আদর্শ ছাত্র সংঘের সভাপতি রুবেল রানার নেতৃত্ব অনুষ্ঠিত হয়, খেলা টি পরিচালনা করেন আদর্শ ছাত্র সংঘ সমিতির সিনিয়র সদস্য শাকিল তুষার।

     

    এসময় উপস্থিত ছিলেন নতুন পাড়ার গ্রামের ব্যাক্তি বর্গ আহম্মেদ আলী প্রামানিক, কেরামত আলী প্রামানিক, আলহাজ্ব আব্দুল বাড়ি, মো: আঃ রাজ্জাক সহ কশিনাথপুর আল রাজি হসপিটাল এর পরিচালক এনামুল হক।

     

    এসময় কেরামত আলী প্রামানিক বলেন যুব সমাজ কে বিভিন্না খারাে কাজ থেকে বিরত রাখে এ খেলাধুলা তাদের এ আয়োজনকে সে তাতের প্রতি আন্তরিকতা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ