• সারাদেশ

    পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিলেন খন্দকার মাজিদুল হক রঞ্জু

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:১৫:২৮ প্রিন্ট সংস্করণ

     

    মো: রফিকুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার :

    পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিলেন মুক্তি যোদ্ধা পরিবারের সদস্য ও সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর ইমিডিয়েট বড়ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা খন্দকার বজলুল হকের ছোট ভাই এবং খন্দকার সিরাজুল হক এর
    বড় ভাই
    খন্দকার মাজিদুল হক রন্জু। তিনি গত রাত ৩.১০ মিনিটে ঢাকার বাড়ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহ অইন্নাইলাইহি রাজিউন)।

     

    জনাব রঞ্জু ১৯৫৫ সালে নাটিয়াবাড়ির রাজনারায়নপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম জনাব আলী ছিরেন এক প্রাথমিক বিদ্যালয়ের এক জন শিক্ষক মাতা মরহুমা মাহফুজুন্নাহার বেগম ছিলেন একজন আদর্শ গৃহিনী।

    খন্দকার মাজিদুল হক রঞ্জু কর্মজীবনে ছিলেন বি সি আই সির সাবেক সিনিয়র নির্বাহী কর্মকর্তা। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন পাবনার আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়ন
    আওয়ামী লীগের সভাপতি ।১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করায় তিনি কারাবরণ করেন।

    ব্যক্তি জীবনে তিনি ছিলেন তিন পুত্র সন্তানের জনক। মৃত্যকালে তিনি স্ত্রী পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সর্বশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ