প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:৫১:১৪ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:
পাবনার সুজানগর উপজেলার দুলাই গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে। সে গ্রিন আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণি থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সে মোট ৫০০ মার্ক এর মধ্যে ৪৯৫ মার্ক পেয়ে ট্যালেনপুলে বৃত্তি অর্জন করে। গত ১৩ই ফেব্রুঃ ২০২৪ইং তারিখে এর ফল প্রকাশিত হয়। গ্রিন আইডিয়াল কিন্ডারগার্ডেন স্কুলের সহকারী শিক্ষিকা মোছাঃ ঝর্ণা খাতুন বলেন, রুকাইয়া খুবই শান্তশিষ্ট, মেধাবী শিক্ষার্থী। সে পড়াশোনায় খুবই মনোযোগী। আমি তার সর্বদা সাফল্য কামনা করছি।
রুকাইয়ার বাবা মোঃ রফিকুল ইসলাম বলেন,মেয়ের এমন কৃতিত্বে আমরা সকলে খুবই আনন্দিত। তার (রুকাইয়ার) এই কৃতিত্বের জন্য সকল শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি।
সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। যেন সে বড় হয়ে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে।