• সারাদেশ

    সিরাজগঞ্জের সলঙ্গার রাধানগরে গ্রাম-প্রধান কাদেরের বিরুদ্ধে হোটেলের নারী কর্মীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২২ , ৭:২৪:০২ প্রিন্ট সংস্করণ

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি

     

    সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউপির রাধানগর গ্রামের আব্দুল কাদের নামের গ্রাম প্রধানের বিরুদ্ধে ধোপাকান্দীর লাম-মীম হোটেলের নারী কর্মীকে ধর্ষনের অভিয়োগে কোর্টে মামলা হয়েছে।

    জানাযায়,ভুক্তভোগী ওই নাড়ী ধোপাকান্দি লাম-মীম হোটেলের থালা বাসন ধোয়া মোছার কাজ করত এবং একই এলাকার আমজাদ ড্রাইভারের বাড়ীতে ভাড়া থাকত। প্রতিদিনের ন্যায় ২৪জুলাই রাতে ৯টার সময় সিরাজগঞ্জ রোডের হাটিকুমরুল হাইওয়ে থানা বিপরিতে সেরাজুলের পানের দোকানের গলি দিয়ে ভাড়া বাসায় যাওয়ার সময় রাধানগর গ্রামের মৃত আবু তাহের আকন্দর ছেলে গ্রামপ্রধান আব্দুল কাদের (৫৫) সহ অজ্ঞাত ২জন পিছন থেকে ঝাপটে ধরে মুখ বেধে রাধানগর সরকারী প্রাধমিক বিদ্যালয়ের পিছনে নিয়ে,জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় স্থানীয় প্রধানগন বিচার না দেয়ায় ২৮জুলাই বৃহঃপতিবার ওই নাড়ী সিরাজগঞ্জ নারী ও নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষন চেষ্টার অভিযোগ দিলে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়-আদালত।

    এ বিষয়ে সাংবাদিক পরিচয়ে মুঠোফোনে জানতে চাইলে মোবাইলে লাইন কেটে দেন অভিযুক্ত আব্দুল কাদের। মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন আছে বলে মুঠোফোনে জানিয়েছেন,সিরাজগঞ্জের পিবিআইয়ের (ওসি) মোঃ গোলাম কিবরিয়া।

    এ ঘটনায় কোর্টে মামলা করার পর নানা ভাবে মামলা তুলে নিতে তাকে হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি। ১নির্যতনের স্বিকার হোটেলের নারী কর্মী উলুফা খাতুন বলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ