• সারাদেশ

    যাত্রাবাড়ীতে দীপ্ত টিভির সাংবাদিকের ওপর হামলা: গ্রেপ্তার-২ 

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৪ , ৬:৩২:৫৬ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক :- স্টাফ রিপোর্টার:

     

    ঢাকার যাত্রাবাড়ীতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সানি ও আবুল নামে দুইজনকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

     

    বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি অপারেশন অহিদুল হক মামুন। পরে এই হামলার বিষয় নিয়ে তিনি বলেন, দীপ্ত টিভির সাংবাদিকের ওপর হামালার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। সেই সাথে সাংবাদিককে হামলার ঘটনায় অভিযুক্ত ২জন আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

     

    এদিকে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীপ্ত টিভির সিটি রিপোর্টার সোহাগ আহমেদ দায়িত্ব পালনকালীন সময়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটা লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তিনি উঠে লেগুনাটিকে আটক করতে গেলে আটককৃতসহ আরও ৭/৮ জন তাকে বাধা দেয়। এক পর্যায়ে সানি ও আবুল এবং অন্যন্যরা তার ওপর হামলা করে তাকে আহত করে।

     

    পরে ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করেন। এ ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় সানি ও আবুলসহ অজ্ঞাত ৭/৮ কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপেক্ষিতে রাত নয়টার দিকে অভিযুক্ত ২জন আসামি সানি ও আবুলকে আটক করে যাত্রাবাড়ী থানার পুলিশ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ