• সারাদেশ

    বৃহত্তর কাশিনাথপুরে বিভিন্ন সংগঠনের বানভাসীদের ত্রাণ সহয়তা উত্তোলন

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৪ , ১১:০০:০৫ প্রিন্ট সংস্করণ

    রনি হুসাইন :

     

    জাগ্রত ছাত্র সমাজ। প্রতিটি পদক্ষেপে এদের পদচারণা লক্ষণীয়। দেশের ক্লান্তি লগ্নে সাত জেলায় ১৫ জনের মৃত্যু ৪৮ হাজার পরিবার বানভাসি। এই মুহূর্তে ছাত্রদের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এলাকার তরুণ সমাজ।

     

    অন্যায়ের বিরুদ্ধে আন্দোলিত সমাজ সংস্থা আজ বৃহত্তর কাশিনাথপুরে প্রায় অর্ধ লক্ষ টাকার ত্রাণ সহায়তা উত্তোলন করে।

    বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এর স্বেচ্ছাসেবী গন সারা কাশিনাথপুর সহ আশপাশের এলাকায় ৫০ হাজারের ওপরে অনুদান তুলেন।

    এছাড়াও বিভিন্ন ছাত্র সমাজ স্কুল কলেজ তাদের সার্থ্য মত কাজ করছেন অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য।

     

    আলোকিত বার্তা ৭১ নিউজ পোর্টাল এর কর্মীগণ বিভিন্ন বাজার সংস্থা থেকে ৩০ হাজার অধিক টাকা উঠিয়েছে।

     

    কাশিনাথপুর বাইকার ক্লাব, সেবার আলো, বিডি এভারগ্রীন সহ একাধিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তাদের মনুষ্যত্ব জাগ্রত করতে এগিয়ে আসছে।

     

     

    এমন হাজারো সংস্থা সারাদেশে তাদের বিনা স্বার্থে পরিশ্রমে কাজ করছে এ ক্লান্তি লগ্নে।

     

    তাদের এ কার্যক্রম সারা ফেলেছে পুরো দেশ তথা বিশ্বে। এভাবেই হয়তো এদের হাত ধরে স্বপ্নের সোনার বাংলায় পরিনত হবে আমাদের এ বাংলাদেশ।

    আজ বৃহত্তর কাশিনাথপুর ছাত্র জনতা বিভিন্ন ব্যানারে প্রায় ২ লক্ষাধিক অর্থ আদায় করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ