প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৪ , ২:২৫:৫৭ প্রিন্ট সংস্করণ
ঢাকায় অবস্থানরত বৃহত্তর কাশিনাথপুর এর সকল কর্মজীবি ছাত্র সমাজকে নিয়ে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি। এর ধারাবাহিকতায় বর্তমানে বানভাসিদের জন্য শুকনো খাবার ও ওষুধ হস্তান্তর করা হয়।
বন্যায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ত্রান সামগ্রী হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বৃহত্তর কাশিনাথপুরের কৃতি সন্তান উইং কমান্ডার এস. এম. আব্দুর রাকিব ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর প্রতিনিধি দলের কাছ থেকে ত্রান সামগ্রী গ্রহণ করেন।
উল্লেখ্য ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
এবারের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর ত্রাণ ফান্ড থেকে প্রথম পর্যায়ে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ত্রান সামগ্রী হস্তান্তর করে।
বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার এস এম আব্দুল রাকিব বলেন বাংলাদেশের বর্তমান অবস্থায় ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ত্রাণ সামগ্রীর জন্য ধন্যবাদ।
ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির এডমিন সদস্য মোঃ শাহীদুল ইসলাম বলেন, আমাদের সামাজিক সেবামূলক কার্যক্রম এর ধারাবাহিকতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশাকরি আমাদের এই কার্যক্রম এর ধারা অব্যাহত থাকবে।