• সারাদেশ

    সুন্দরগঞ্জে কলাক্ষেত বিনষ্ট করে ক্ষতিসাধন

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৪ , ৪:০৮:০৫ প্রিন্ট সংস্করণ

     

    বিপুল ইসলাম আকাশ:

     

     

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হাকিম নামে কৃষকের কলাক্ষেত বিনষ্ট করে ব্যাপক ক্ষতিসাধান করেছে দুর্বৃত্তরা।

     

    জানা যায়, গত বুধবার (২৯ আগষ্ট) দুপুরে উক্ত গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল হাকিম ও আবুল কাশেম তাদের কলাক্ষেতে গিয়ে দেখেন ৪০ শতক জমির গাছে গাছে অপরিপক্ক কলাগুলো পাকার মত হলদে রং ধারণ করেছে। এতে সমস্ত ক্ষেত বিনষ্ট হয়েছে বলে ব্যাপক পরিমাণে ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। তাদের কলাক্ষেতের ঐ জমিসহ সাড়ে ৪ বিঘা জমি নিয়ে বিরোধ অতঃপর মামলা বিদ্যমান। এব্যাপারে আব্দুল হাকিম ও তার ভাই আবুল কাশেম জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে প্রতিপক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে কলাক্ষেতের আশপাশে ঘোরা-ফেরা করছে। পরদিন দুপুর গড়তে না গড়তেই অপরিপক্ক কলাগুলো গাছেই পাকার মত হয়ে বিনষ্ট হচ্ছে। এতে তাদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তারা দাবি করেন, প্রতিপক্ষের লোকজন অবৈধভাবে তাদের স্বত্ব-দখলীয় জমিতে বার বার হামলা চালিয়ে জবর দখল করতে ব্যর্থ হয়ে মিথ্যা মামলায় ফেলে হয়রাণি করে। আব্দুল হাকিমের দায়েরকৃত একটি মামলায় বিজ্ঞ আদালত নালিশী জমির দখলের বিষয়ে সুস্পষ্ট প্রতিবেদন দাখিলের জন্য সহকারি কমিশনার (ভূমি) ও নালিশী জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে থানা অফিসার ইনচার্জ’র (ওসি’র) প্রতি আদেশ দেন। এতে প্রতিপক্ষের লোকেরা ক্ষীপ্ত হয়ে ফসল হানি করে তাদের ক্ষতি সাধনসহ গভীর ষড়যন্ত্র করছে।

     

    প্রতিপক্ষ জাহিদুল ইসলাম বলেন, রাতে হাট-বাজারে থেকে বাড়ি ফেরার সময় ওদের সঙ্গে দেখা হয়েছে। তবে, ওদের কলাক্ষেতে আমরা যাইনি। জমি নিয়ে মামলা চলছে। থানা থেকে নিষেধ করায় আমরা ঐ জমিতে যাওয়া বন্ধ করেছি।

     

    থানা ওসি (তদন্ত) মিলন চ্যাটার্জী বলেন, মেডিসিন প্রয়োগে কলাবিনষ্ট করা বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক এসেছিল তাকে যথাযথ প্রক্রিয়ায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ