প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৫ , ৬:৪৫:১১ প্রিন্ট সংস্করণ
ফেরদৌস তপন, বিশেষ প্রতিনিধি ”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে বেড়া উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মহোদয়।মেলা সমাপনী শেষে পুরস্কার ঘোষনা ও পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন
বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মোরশেদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার। এবারের বিজ্ঞান মেলার বিশেষ আকর্ষণ ছিলো কাশিনাথেুর বিজ্ঞান স্কুল।বিজ্ঞানের অসামান্য আবিষ্কার ও উপস্থাপনে চমক দেখিয়েছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল। এবারের বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করেছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল। উপজেলা নির্বাহী অফিসার মো.মোরশেদুল ইসলাম কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ব্যাপক প্রশংসা করেন।তিনি বলেন বিজ্ঞান স্কুলের পক্ষেই সম্ভব এমন নতুন নতুন আবিষ্কারও উপস্থাপন।