প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৫ , ৬:২৬:৩২ প্রিন্ট সংস্করণ
মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদ পাবনা জেলার দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন
পাবনা প্রতিনিধি :
গতকাল শুক্রবার ১১ এপ্রিল ‘২৫ বিকেলে শহরের পুরাতন মাসুম বাজার সংলগ্ন কার্যালয়ে মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদ, পাবনা জেলার এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক জনাব মোঃ ওবায়দুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ মাসুদ পারভেজ।
সভায় উপস্থিত সদস্যদের প্রাণবন্ত আলোচনা ও পর্যালোচনা অন্তে আগামী দুই বছর মেয়াদে একটি কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং উপস্থিতির কন্ঠ ভোটে সুপার ফাইভ নির্বাচিত করা হয়। নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, যথাক্রমে সর্ব জনাব সভাপতি মোঃ ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ইবনে মাসুদ।
খুব শীঘ্রই জেলার সকল উপজেলার মানবাধিকার সংগঠনের সদস্যদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নব নির্বাচিত নেতৃবৃন্দ নির্যাতিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার দৃঢ় অঙ্গিকার করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।