প্রতিনিধি ৯ মে ২০২৫ , ২:৫৫:৪৩ প্রিন্ট সংস্করণ
আমিনপুরে তাহ্সিনুল কুরআন নূরানী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি
পাবনা বেড়া উপজেলার আমিনপুরের হরিদেপুরে তাহ্সিনুল কুরআন নূরানী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) সকালে মাদরাসা প্রাঙ্গণে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাহ্সিনুল কুরআন নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান মোতালেবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন অব: (মেরিন) এমদাদুল হক দুলাল। তিনি বলেন, এখন আরবি শিক্ষায় শিক্ষিত হয়েও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়া সম্ভব। মাদরাসার শিক্ষার্থীরা অনেক মেধাবী হয়। তাই আপনাদের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। যাতে আদর্শ মানুষ হয়ে দেশ ও সমাজের সেবা করতে পারে। আগে এক সময় মাদরাসা শিক্ষাকে ছোট করে দেখা হতে। সমাজে এদের বাকা নজরে দেখা হতো। কিন্তু এদের এখন অনেক সম্মান ও মর্যাদা রয়েছে। মাদরাসার শিক্ষার্থীরা বেকার থাকে না। এরাই এক সময় দেশ ও জাতির নেতৃত্ব দিবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আমিনপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকগণ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অতিথিরা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।