প্রতিনিধি ১৬ জুলাই ২০২৫ , ১১:৫৬:৫৭ প্রিন্ট সংস্করণ
কাশিনাথপুরে ট্রাক ভ্যান গাড়ির সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক:
পাবনা আমিনপুর থানার অন্তর্গত কাজিরহাট রোড পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সকাল ৭.১০মিনিটের সময় ট্রাকের সাথে একটি ভ্যান গাড়ির সরাসরি সংঘর্ষে দেহ থেকে মাথা বিচ্ছিন্নর ঘটনা ঘটেছে পাবনা আমিনপুর সিন্দুরী গ্রামের মৃত আমজাত সেখ ছেলে মোঃ মোজাম্মেল (৫৫)
১৬জুলাই ২০২৫ইং তারিখে সকাল ৭.১০মিনিটে কাশিনাথপুর বাজার থেকে কাজির হাটে রোড সিন্দুরী এলাকায় যাওয়ার পথে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে ট্রাক ও ভ্যান গাড়ি থেকে সরাসরি সংঘর্ষে হয়
ঘটনাস্থলেই ভ্যান চালক মৃত্যুবরণ করেন। ঘটনা খবর শুনে ফায়ার সার্ভিস এসে রাস্তায় পড়ে থাকা দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরা দেহ কে পি.পি. ব্যাগ পরিধান করানো হয় ।
এ বিষয়ে আমিনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায় খবর পেয়ে ঘটনাস্থলে এস আই পারভেজ (নিরস্ত্র ) কে পাঠাই, সংঘর্ষ হওয়া ট্রাক টি আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরা দেহটিকে থানায় হিম করে রাখা হয়েছে সাথে মামলা প্রক্রিয়াধীন ।