প্রতিনিধি ১৬ জুলাই ২০২৫ , ৮:১৮:২৬ প্রিন্ট সংস্করণ
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গ্রন্থ কেন্দ্র কর্তৃক প্রয়াস পাঠাগারে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
আব্দুল জব্বার প্রকাশক :
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের স্মরণে পাঠাগার ভিত্তিক চিত্রাংঅকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ বুধবার ১৬ জুলাই বিকেল ৪ ঘটিকায় কাশিনাথপুর প্রয়াস পাঠাগারে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রয়াস পাঠাগারের সভাপতি মফিদুল হোসেন শাহীন এর সভাপতিত্বে প্রয়াস পাঠাগার এর সাধারণ সম্পাদক ফজলুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণ করা হয়।
এ প্রতিযোগিতায় কাশিনাথপুরের ১০ টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কাশিনাথপুর ডিজিটাল স্কুল এন্ড কলেজ, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল, শান্তি নিকেতন কিন্ডারগার্টেন , সায়েন্স কেয়ার স্কুল এন্ড কলেজ,গোটেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরবিট প্রি-ক্যাডেট হাই স্কুল, রোজ ভ্যালি কিন্ডারগার্টেন, বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।কাশিনাথপুর বিজ্ঞান স্কুল, ওয়েসিস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, কামরুজ্জামান ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কাশিনাথপুর প্রয়াস পাঠাগার এর সভাপতি মফিদুল ইসলাম শাহীন বলেন, প্রয়াস পাঠাগার বৃহত্তর কাশিনাথপুরে বিষয়ভিত্তিক বিভিন্ন কার্যক্রম করে থাকে। একুশে বই মেলা, বির্তক প্রতিযোগিতা, সাংস্কৃতিক সহ স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এ চিত্রাংকন প্রতিযোগিতা তারই একটি প্রতিচ্ছবি। বৃহত্তর কাশিনাথপুরে শিক্ষার পাশাপাশি বিষয়ভিত্তিক বিভিন্ন কার্যক্রম সামনে আরো বেগবান হবে। এতে শিক্ষার্থীদের মনোবল সুপ্রসন্ন ও মানবিক চিন্তা ধারা ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তিনি সকল শিক্ষাপ্রতিষ্ঠান এর প্রধান সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।