প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ১:২৫:২৯ প্রিন্ট সংস্করণ
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুরঃ
ময়মনসিংহের ফুলপুরে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের কাশিগঞ্জ গ্রামের সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩৫) ও দেওখালি গ্রামের ঈমান আলীর ছেলে আহাম্মদ আলী (৩২)
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হাটপাগলা নামক স্থানে মুখলেসুর রহমানের বাড়ির সামনে থেকে ঈমান আলীর নিকট ১৫ ও আব্দুল্লাহর নিকট থেকে ২৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।
ফুলপুর থানার (ওসি)আব্দুল্লাহ আল মামুন বলেন,আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।