• সারাদেশ

    ময়মনসিংহের ফুলপুর উপজেলা ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ১:২৫:২৯ প্রিন্ট সংস্করণ

    জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুরঃ

    ময়মনসিংহের ফুলপুরে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

     

    আটক ব্যক্তিরা হলেন-ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের কাশিগঞ্জ গ্রামের সুলতান মাহমুদের ছেলে আব্দুল্লাহ (৩৫) ও দেওখালি গ্রামের ঈমান আলীর ছেলে আহাম্মদ আলী (৩২)

     

    গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হাটপাগলা নামক স্থানে মুখলেসুর রহমানের বাড়ির সামনে থেকে ঈমান আলীর নিকট ১৫ ও আব্দুল্লাহর নিকট থেকে ২৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

     

    ফুলপুর থানার (ওসি)আব্দুল্লাহ আল মামুন বলেন,আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ