প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২২ , ৪:১৬:৩০ প্রিন্ট সংস্করণ
মিজানুর রহমান কাজল ঃ
পৃথিবী আজ হাতের মুঠোয়। যুগের সাথে তাল মিলিয়ে চলছে দুনিয়া। অনলাইন সামাজিক মাধ্যমে নেই এমন লোক পাওয়া দুষ্কর। তাইতো বর্তমানে বিভিন্ন অপকর্ম মানুষ ঠকানো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। এস এম হালিম রহমান এক ফেসবুক আইডি থেকে বিভিন্ন লোভনীয় অফার দেখিয়ে টাকা আত্মসাৎ করছে এক মহল।
ভুক্তভোগী বিজিবি সদস্য রাজা জানান – হঠাৎ করেই উক্ত আইডি থেকে আমাকে ম্যাসেজ করা হয়। মোবাইল কোম্পানির রিটেইলার পরিচয়ে। এর পর বিভিন্ন লোভনীয় অফার দেখায়। তারপর অফার পছন্দ হলে বিকাশে টাকা নেয় চক্রটি। তারপর একাধিক বাড় অফার চাওয়া হলেও দিতে রাজি হয়না পরবর্তীতে তাকে আনফ্রেন্ড করে ব্লক করে চক্রটি।
বিজিবি সদস্য রাজা জানান – টাকাটা বড় নয়, মানুষকে এমন ভাবে হয়রানি করছে এক প্রতারক চক্র। তিনি অনলাইনে যাতে এমন ক্রাইম না সেজন্য প্রশাসনকে নজর দেওয়ার অনুরোধ জানান।