• সারাদেশ

    মহেশখালীতে ইলেকট্রনিক ডিভাইস লাগানো পাখি উদ্ধার!

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৮:৩৩:৪১ প্রিন্ট সংস্করণ

    মহেশখালীর ধলঘাটা থেকে শরীরে ইলেকট্রনিক ডিভাইস লাগানো একটি পাখি উদ্ধার করা হয়েছে।

     

    স্থানীয় ভাবে এই পাখিটিকে টুটক পাখি বলা হয়।

     

    সোমবার উপজেলার ধলঘাটায় সরকারের চলমান প্রকল্প অর্থনৈতিক অঞ্চলের পন্ডিতের ডেইল নামক এলাকার সুইস গেইটে স্থানীয় এক কিশোর পাখিটি দেখতে পায়। পাখিটির শরীরের ইলেকট্রনিক ডিভাইস দেখতে পেয়ে ওই কিশোর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেয়।

     

    পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসান পাখিটি উদ্ধার করেন। এই বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুল হাসান জানান, পাখিটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের তত্বাবধানে রাখা হয়েছে।

     

    এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন ও বনবিভাগকে জানানো হয়েছে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ট্রাস মিটার। এই ট্রাস মিটার বনবিভাগের হতে পারে। তবে এই বিষয়ে বনবিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ