• চিত্র বিচিত্র

    অপরুপ সৌন্দর্যের লীলাভূমি গাজনার বিল

      প্রতিনিধি ২৮ আগস্ট ২০২২ , ১২:১৬:৫৬ প্রিন্ট সংস্করণ

     

    অপরুপ সৌন্দর্যের লীলাভূমি গাজনার বিল। বর্ষা মৌসুমে এ বিল সৌন্দর্য ফিরে পায়। গাজনার বিলে অবস্থিত খয়রান ব্রিজও অনেক সুন্দর মনোরম পরিবেশ নিয়ে সৃষ্টি। সকলের মন আকৃষ্ট করে। বিলের প্রায় মাঝ দিয়ে দুই ভাগে বিভক্ত করে একটি সরু পাকা রাস্তা চলে গেছে। রাস্তার দুপাশে আছে দিগন্ত বিস্তৃত পানির রাজ্য।

     

    বর্ষাকালে গাজনার বিলের এই রাস্তায় পানি যেন উপচে যেতে চায়। অপূর্ব এই বিলকে ঘিরে নানান প্রজাতির পাখি ও স্থানীয় জেলেদের জীবন আবর্তীত হয়। বলা যায় এখানকার প্রকৃতি ও অর্থনীতি অনেকটাই এই গাজনার বিল কেন্দ্রিক। সুজানগর উপজেলার আত্রাই ও পদ্মা নদীর সংযোগে সৃষ্ট এ বিল গাজনা।

     

    পাবনা জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সুজানগর উপজেলায় অবস্থিত গাজনার বিল। উপজেলার ১০টি ইউনিয়নের ছোট বড় ১৬টি বিলের যুক্ত হয়ে প্রায় সাত একর আয়তনের গাজনার বিলের সৃষ্টি।

     

    বাদাই স্লুইজ গেট পদ্মা নদী ও গাজনার বিলকে একত্রে যুক্ত করেছে। শুকনো মৌসুমে বিলটি শুকিয়ে গেলে ধান ও পেয়াজের চাষ করা হয়। বিলের তাজা মাছ কেনা কিংবা খেয়া নৌকায় চড়ে বিলের সৌন্দর্য উপভোগের জন্য প্রকৃতি প্রেমিকের গাজনার বিলে চলে অবাধ আনাগোনা।

     

    ঢাকা গাবতলী থেকে পাবনা এক্সপ্রেস, সি-লাইন, সরকার ট্রাভেল, শ্যামলী ইত্যাদি বেশ কয়েকটি পরিবহণের বাস পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভেধে জনপ্রতি ভাড়া লাগবে ৫০০ থেকে ৭০০ টাকা। পাবনাগামী বাসে বিরাহিমপুর, চব্বিশ মাইল নামক স্থানে নেমে ভ্যান বা অন্য কোন স্থানীয় পরিবহণে চড়ে দূর্গাপুর বা বোয়ালিয়া বটতলা চলে আসুন।

     

    অথবা পাবনা জেলা শহর থেকে সুজানগর উপজেলায় এসে সিএনজি ভাড়া করে ৭ কিলোমিটার দূরে খয়রান ব্রিজ সংলগ্ন গাজনার বিল আসতে পারবেন। বটতলা ও খয়রান ব্রিজ থেকে ঘন্টা প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা কিংবা ২০০০ থেকে ২৫০০ টাকায় সারাদিনের জন্য নৌকা ভাড়া করে গাজনার বিল ঘুরতে পারবেন।

     

    পাবনা থেকে চাইলে দিনে গিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারবেন। পাবনা থেকে রাত ১২ টা পর্যন্ত ঢাকাগামী বাস চলাচল করে। পাবনায় থাকার জন্য বেশকিছু বিভিন্ন মানের এসি, নন-এসি আবাসিক হোটেল পাবেন। পাবনা আব্দুল হামিদ রোডে বেশ কিছু খাবার হোটেল রয়েছে এর মধ্যে স্বাগতম হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, ছায়ানীড়, মিড নাইট মুন চাইনিজ রেস্টুরেন্ট উল্লেখযোগ্য।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ