• সারাদেশ

    সুজানগরে ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৩:২৮:০৬ প্রিন্ট সংস্করণ

    রুবেল হোসেন স্টাফ রিপোর্টারঃ

    প্রতি বছরের ন‍্যায় এবার ও পাবনা সুজানগরের চলনা আঞ্জুমানে কাদেরীয়া’র উদ্যোগে ১২ই রবিউল আওয়াল মহা নবী হযরত মুহাম্মদ (সল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম)এর আগমনে  জশনে জুলুস মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী  উদযাপন উপলক্ষে আনান্দ মিছিল ও পথযাএা পালিত হয়েছে। রবিবার সকালে আনান্দ মিছিল ও পথযাএা চলনা মসজিদুল কাদেরীয়া থেকে সুজানগর বাজার পর্যন্ত আসে। এবং সেখানে ঐ মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ক্বাদেরী সাহেব বক্তব্য রাখেন।

     

    আনান্দ মিছিল ও পথযাএা পরিচালনা করেন মেদিনীপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানাশীন বড় হুজুর পাক  হযরত সাইয়েদ শাহ্ ইয়া’সুব আলী আল কাদেরী আল বাগদাদী ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ