• সারাদেশ

    কীটনাশকের মিথ্যা বিজ্ঞাপন,জরিমানা আদায় 

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ৯:২৯:৪৭ প্রিন্ট সংস্করণ

     

     

    শহিদুল ইসলাম নওগাঁ প্রতিনিধিঃ

     

    নওগাঁ সদর উপজেলার শশীর মোড়ে অবস্থিত এনার্জি এগ্রো কেয়ার এর মালিককে কীটনাশকের মিথ্যা বিজ্ঞাপন দেয়া, মোড়কে মেয়াদ লেখা অস্পষ্ট ও মূছনযোগ্য কালি ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে কেমিস্ট ছাড়া কীটনাশক তৈরির অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভোক্তা অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেন।

     

    এছাড়াও পাহাড়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন। তদারকিকালে পাহাড়পুর বাজারে মিনহাজ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে মাছিসহ পোকামাকড়ের উপস্থিতির অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করেন তিনি।

     

    অভিযানে নওগাঁ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজুল ইসলাম এবং নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ